পরিশ্রমের মাধ্যমে কিভাবে সফলতা আসে।


ভূমিকাঃ আমাদের সকলের জীবনেরই আলাদা আলাদা লক্ষ্য রয়েছে । আমরা সকলেই প্রতিষ্ঠিত হতে চাই । তাই আমাদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারেনি। তাই লক্ষ্য পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমিরা সবসময়ই সফলতা পাই। আজ আমি আপনাদের কিভাবে লক্ষ্য পূরণ করতে হয় সে বিষয়ে আলোচনা করব।

 

যেভাবে সফলতা আসে

সফলতা মূলত কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে। তাই সফল হতে হলে আমাদের পরিশ্রম করতে হবে লক্ষ্য স্থির রাখতে হবে। তবেই আমরা সফল হতে পারব। পরিশ্রম ছাড়া আমরা কোনভাবেই সফল হতে পারব না পরিশ্রমে সফলতার মূল কারণ। আপনার আশেপাশে আপনি যাদের সফল দেখছেন খোঁজ নিয়ে দেখেন তারা সকলেই কঠোর পরিশ্রমী। তাই সফল হতে হলে লক্ষ্য পূরণ করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের পরিশ্রমী হতে হবে। একদিন দুইদিন বা এক মাস দুই মাস এই সময়ের মধ্যে কখনোই আপনি সফল হতে পারবেন না। সফল হতে হলে আপনাকে বছরের পর বছর কঠোর পরিশ্রম করতে হবে।

সফল হতে গিয়ে যে সকল  বিষয়ের সম্মুখীন হতে হবে

জীবনের চলার পথে সফল হতে গেলে আপনাকে নানান ধরনের বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু সেখানে থেমে গেলে চলবে না মনোবল শক্ত রাখতে হবে এবং আপনাকে এগিয়ে যেতে হবে। তবেই আপনি সফল হতে পারবেন। আসুন জেনে নেই কোন কোন বিষয়গুলো আমাদের সফল হতে গিয়ে  বাধা সৃষ্টি করে। আপনার এগুলো মনে হতে পারেঃ
  • আমি মনে হয় পারব না
  • লোকজন কি বলবে
  • অনেকদিন হয়ে গেছে আমি মনে হয় পারব না
  • বন্ধুবান্ধবরা হাসাহাসি করবে
  • নিজের প্রতি অনির্ভরশীল হয়ে যাওয়া
প্রায় ৯০% লোক সফল হতে পারেনা শুধুমাত্র একটি কারণে আর সেটি হল নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। আর পরবর্তীতে সফল হতে না পেরে হতাশ হয়ে পড়ে। 

যে যে বিষয়গুলো এড়িয়ে চলতে হবে

জীবনে সফল হতে গেলে যে যে বিষয়গুলো আমাদের এড়িয়ে চলা উচিত তা নিচে বর্ণনা করা হলোঃ 
  1. নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা 
  2. মানুষ কি বলবে সেগুলো ভাবা
  3. আমি কবে সফল হব সেই চিন্তা  করা
  4. নেতিবাচক মানুষের সময় এড়িয়ে চলা
  5. পরিশ্রম করার ক্ষেত্রে নানান অজুহাত দেখানো ইত্যাদি
এরূপ চিন্তা ভাবনা সব সময় এড়িয়ে চলতে হবে তাহলে আমরা ঠিকই একদিন সফল হতে পারব ইনশাআল্লাহ।

আসুন জেনে নেই সফল মানুষের বৈশিষ্ট্য কি 


সাধারণত সফল মানুষেরা পরিশ্রমী হয়ে থাকে এটাই হল সকল সফল মানুষের বৈশিষ্ট্য। সফল হতে গেলে প্রয়োজন আত্মবিশ্বাস, ইচ্ছা শক্তি, ও কঠোর পরিশ্রম। এই তিনটা জিনিস থাকলে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবেনা। সফল মানুষেরা সৃজনশীল ও উদ্ভাবনী হয়। তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা ও আত্মবিশ্বাসী হয়। 
সফল ব্যক্তিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা পরিণতি ও ব্যর্থতার কথা ভাবেনা। যদি আপনি নিজের সফলতার কথা না বিশ্বাস করতে পারেন, তাহলে সফলতা কিভাবে আপনার কাছে আসবে? সফল ব্যক্তিরা কখনো অন্যের কৌশল অনুসরণ করে না বরং তারা নিজেই নিজের সফলতার কৌশল তৈরি করে। সফল ব্যক্তিরা অযথা সময় নষ্ট করে না। তারা সময়ের মূল্য দেয় এবং সময়কে তারা সঠিকভাবে সঠিক নিয়মে কাজে লাগায়। যারা বুদ্ধিমান তারা দ্রুত সফলতা অর্জন করতে পারে। আর যারা অলস তারা কখনোই সফল হতে পারেনা। তাই এখন আপনাকেই বেছে নিতে হবে আপনি পরিশ্রমী হবেন, নাকি অলস হবেন। 

সফল হতে গেলে যে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে 

১। স্বপ্ন দেখুনঃ সফল হতে গেলে আপনাকে স্বপ্ন দেখতে হবে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন জ্ঞানের চেয়ে কল্পনার জোর বেশি। তাই আপনাকে কল্পনার জোরকে বাড়াতে হবে। আপনাকে সবসময় সেই কল্পনাকে নিয়েই ভাবতে হবে যা আপনি কল্পনা করে রেখেছেন। এতে আপনি দ্রুত সফল হতে পারবেন। নিজেকে বোঝাতে হবে জীবনে যতই বাধা আসুক আমাকে সফল হতেই হবে আমার কল্পনাকে বাস্তবায়ন করতেই হবে। 
২। সুনির্দিষ্ট লক্ষ্যঃ  আমরা বেশিরভাগ মানুষই জানি না যে, আসলে আমরা কী চাই। বা কোনো চাওয়া নিয়ে অনেক ক্ষেত্রে সন্তুষ্টিও অর্জন করতে পারি না। কোনো কাজের লক্ষ্য হতে হবে আপনার একান্ত কাম্য বা গভীর আগ্রহের বস্তু। এই লক্ষ্যই সাফল্যের সিঁড়িতে পৌঁছুতে সহায়তা করবে। তাই আপনার লক্ষ্যকে মনের মাঝে প্রতিষ্ঠিত করুন। 
৩। সময়ের সঠিক ব্যবহারঃ আমরা অনেকেই আজকের কাজ কালকের জন্য ফেলে রাখি। আমাদের টনক না নড়া পর্যন্ত একই ভুল বারবার করতে থাকি। কিন্তু সময় তো আর আমাদের জন্য বসে থাকেনা সময় সময়ের গন্তব্যে চলবে। তাই আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তাই সময়ের মূল্য অনেক এটি মাথায় রাখতে হবে। 

সফল হতে গেলে এরকম অনেক বিষয় মেনে চলতে হবে। তবে এই তিনটি বিষয় অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি একদিন সফল ব্যক্তি হতে পারবেন। আশা করছি ব্লগটি আপনাকে সফল হতে উৎসাহিত করবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url