রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া এক নজরে

রাজশাহী থেকে ঢাকা যাতায়াতকারী যাত্রীদের জন্য বাস হল সবচেয়ে জনপ্রিয় ও সুবিধা জনক পরিবহন ব্যবস্থা। তাই আজকে আমি আপনাদের রাজশাহীর টু ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। 
রাজশাহী-টু-ঢাকা-বাসের-সময়সূচী
রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য প্রতিদিন বিভিন্ন বাস কোম্পানি নির্ধারিত সময়ে সার্ভিস চালু রাখে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। 

পোস্ট সূচিপত্রঃ রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী 

রাজশাহী টু ঢাকা বাসের তালিকা

রাজশাহী থেকে ঢাকার রুটে প্রায় অনেকগুলো বাস চলাচল করে। এই বাসগুলো সাধারণত প্রতি দিন সকালের দিকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত যাত্রী পরিবহন করে থাকে। চলুন তাহলে জেনে নিই রাজশাহী থেকে ঢাকা কোন বাসগুলো নিয়মিত চলাচল করে। 
রাজশাহী টু ঢাকা বাসের তালিকা 
  1. দেশ ট্রাভেলস 
  2. হানিফ এন্টারপ্রাইজ 
  3. ন্যাশনাল ট্রাভেলস 
  4. গ্রামীণ ট্রাভেলস
  5. একতা ট্রান্সপোর্ট 
  6. শ্যামলী পরিবহন 
  7. গ্রীনলাইন পরিবহন
  8. এস আর ট্রাভেলস 
  9. ঈগল পরিবহন
বর্তমানে রাজশাহী থেকে ঢাকা এই বাস গুলো চলাচল করে। চলুন এই বাসের সময়সূচি ও ভাড়া গুলো জেনে নেই। 

রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী 

এবার আমরা রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী গুলো জানবো। এখন আপনি জানতে পারবেন রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কোন বাস কখন ছাড়ে এবং কখন পৌঁছায়। চলুন তাহলে জেনে নিই রাজশাহী থেকে ঢাকা বাসের সময়সূচী। 

বাস কোম্পানি ছাড়ার সময় (রাজশাহী) পৌঁছানোর সময় (ঢাকা)
হানিফ এন্টারপ্রাইজ সকাল ৭:০০ দুপুর ১:০০
দেশ ট্রাভেলস বিকাল ০৩:০০ রাত ০৯:০০
ন্যাশনাল ট্রাভেলস সকাল ৭:০০ দুপুর ১:০০
গ্রামীণ ট্রাভেলস দুপুর ১২:০০ সন্ধ্যা ০৬:০০
শ্যামলী পরিবহন সকাল ৭:০০ দুপুর ০৩:০০
গ্রীনলাইন পরিবহন সন্ধ্যা ৬:০০ রাত ১২:০০
এস আর ট্রাভেলস বিকাল ০৪:০০ রাত ০৮:০০
একতা এন্টারপ্রাইজ সন্ধ্যা ৭:০০ রাত ১২:৩০
ঈগল পরিবহন সকাল ৬:০০ দুপুর ২:৩০

বিশেষ দ্রব্যষ্টঃ এই সময় গুলো আনুমানিক এবং বিভিন্ন দিনে বা বিভিন্ন মৌসুমে অথবা টিকিট কাউন্টার অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আপনি যদি সময় অনুযায়ী নির্দিষ্ট সময় জানতে চান তাহলে অনলাইনে টিকিট প্ল্যাটফর্ম থেকে জানতে পারবেন। চলুন অনলাইনে টিকিট কিভাবে কাটতে হয় জেনে নিই। 

অনলাইনে বাসের টিকিট কিভাবে কাটবেন 

আমরা অনেকেই অনলাইনে কিভাবে বাসের টিকিট কাটতে হয় তা জানিনা। তাই এখন আমি আপনাদের অনলাইনে বাসের টিকিট কিভাবে কাটবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনলাইনে বাসের টিকিট কাটা খুবই সহজ চলুন ধাপে ধাপে জেনে নিই। প্রথমে আপনাকে আপনার ফোনে বাংলাদেশের জনপ্রিয় বাস টিকিট কাটার ওয়েবসাইট বা অ্যাপগুলো লগইন করতে হবে। বাংলাদেশের জনপ্রিয় বাস টিকিট কাটার ওয়েবসাইট বা অ্যাপ গুলো হল- Shohoz, Jatri, Bdticket বা BusBD। 
রাজশাহী-টু-ঢাকা-বাসের-সময়সূচী
এরপর সেখানে যাত্রার তথ্য দিন। এর জন্য আপনাকে from: রাজশাহী, to: ঢাকা, journey date: ভ্রমণের তারিখ দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি তালিকা আসবে এবং সেখান থেকে আপনি আপনার পছন্দমত বাস ও সিট নির্বাচন করতে পারবেন। নির্বাচন করার পর উনার তথ্য পূরণ করতে হবে। এর জন্য সেখানে নাম, মোবাইল নাম্বার ও ইমেল দিতে হবে।

এবার আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, ডেবিট বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। আপনার ইমেইলে অথবা এসএমএস এ কনফার্মেশন হয়ে যাবে। এবার বাস কাউন্টারে শুধু এসএমএস দেখলেই হবে। আশা করছি বুঝতে পেরেছেন। 

রাজশাহী টু ঢাকা বাসের ভাড়া 

উপরে আপনারা রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী গুলো জেনেছেন। এখন আপনারা রাজশাহী টু ঢাকা বাসের ভাড়া গুলো জানবেন। তাই বিস্তারিত পড়ুন। 

হানিফ এন্টারপ্রাইজ 
এই বাসটির নন এসি সিট এর ভাড়া ৫০০-৭০০ টাকা এবং এসি সিট এর ভাড়া ১১০০-১২০০ টাকা প্রায়। 

দেশ ট্রাভেলস
এই বাসটির নন এসি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা এবং এসি সিটের ভাড়া ১০০০-১২০০ টাকা প্রায়। 

ন্যাশনাল ট্রাভেলস 
এই বাসটির নন এসি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা এবং এসি সিটের ভাড়া ১২০০-১৪০০ টাকা প্রায়।

গ্রামীন ট্রাভেলস 
এই বাসটির নন এসি সিটের ভাড়া ৪৫০-৭৫০ টাকা এবং এসি সিটের ভাড়া ১০০০-১৩০০ টাকা প্রায়। 

শ্যামলী পরিবহন 
এই বাসটির নন এসি সিটের ভাড়া ৪৫০-৭৫০ টাকা এবং এসি সিটের ভাড়া ১০০০-১২০০ টাকা প্রায়। 
গ্রীনলাইন পরিবহন 
এই বাসটির নন এসি সিটের ভাড়া ৭০০-৮০০ টাকা এবং এসি সিটের ভাড়া ১২০০-১৪০০ টাকা প্রায়। 

এস আর ট্রাভেলস 
এই বাসটির নন এসি সিটের ভাড়া ৫০০-৭৫০ টাকা এবং এসি সিটের ভাড়া ১০০০-১৩০০ টাকা প্রায়। 

একতা এন্টারপ্রাইজ 
এই বাসটির নন এসি সিটের ভাড়া ৪৫০-৬৫০ টাকা এবং এসি সিটের ভাড়া ১০০০-১২০০ টাকা প্রায়। 

ঈগল পরিবহন 
এই বাসটির নন এসি সিটের ভাড়া ৫০০-৭০০ টাকা এবং এসি সিটের ভাড়া ১০০০-১২০০ টাকা প্রায়। 

এই ছিল এই বাসগুলোর ভাড়া। তবে সময় অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। 

বাসে ভ্রমণের প্রয়োজনীয় টিপস 

বাসে ভ্রমণ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় যাতায়াতের মাধ্যম। বিশেষ করে ঢাকা থেকে রাজশাহী রুটে বাসে যাত্রা করে অনেকেই। তবে দীর্ঘ দূরত্বের কারণে যাত্রা করার সময় সঠিক প্রস্তুতি নেওয়া উচিত। তাই এখন আমি আপনাদের বাসায় ভ্রমণের প্রয়োজনীয় টিপস গুলো বলবো। প্রথমে আমি আপনাকে বলব বাসে ভ্রমণের জন্য আগে থেকে টিকিট কেটে রাখা উত্তম। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আগে থেকেই টিকিট বুক করতে পারেন। 
রাজশাহী-টু-ঢাকা-বাসের-সময়সূচী
এরপর কোন বাসে এবং কোন সিটে চলাচল করতে পারবেন তা নির্বাচন করুন। এসি বাস আরামদায়ক কিন্তু ভাড়া বেশি। বাসে উঠলে আপনার যদি বমি বমি ভাব হয় তাহলে প্রয়োজনীয় ঔষধ খান এবং সামনের সিটের দিকে বসুন। খাবার পানি সঙ্গে রাখুন। আপনার মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন। প্রয়োজনে আপনার লাগেজে মোবাইল নাম্বার লিখে রাখুন যাতে হারিয়ে গেলে খুঁজে পান। অচেনা কারো দেওয়া খাবার বা পানিয় গ্রহণ করবেন না। সময়ের আগে বাস কাউন্টারে পৌঁছান। সাধারণত এই টিপসগুলো মেনে চললে আপনার যাত্রা নিরাপদ ও আরামদায়ক হবে।

রাজশাহী টু ঢাকা বাসের কাউন্টারের মোবাইল নম্বর 

আমরা যারা রাজশাহী টু ঢাকা বাসে যাতায়াত করি তাদের বাস কাউন্টার গুলোর নাম্বার সংগ্রহ করা খুবই জরুরী। এখন আমি আপনাদের জনপ্রিয় বাস গুলোর রাজশাহী কাউন্টার ও ঢাকা কাউন্টারের মোবাইল নাম্বার গুলো দিব যাতে আপনি কোন প্রয়োজনে সরাসরি কাউন্টারে কল দিয়ে জানতে পারেন। নিচে রাজশাহী ও ঢাকা বাস কাউন্টার গুলোর মোবাইল নাম্বার দেওয়া হল। 

বাসের নাম রাজশাহী কাউন্টারের মোবাইল নাম্বারঃ ঢাকা কাউন্টারের মোবাইল নাম্বারঃ
দেশ ট্রাভেলস ০১৭৬২৬৮৪৪০০ ০১৭১২-৩৪৫৬৭৮
গ্রামীন ট্রাভেলস ০১৭৩৪৭২১৫৭৪ ০১৭১৬-৯৬০৪০৯
ন্যাশনাল ট্রাভেলস ০১৭১৩২২৮২৮৩
হানিফ এন্টারপ্রাইজ ০১৭১৩০৪৯৫৫৯ ০১৭১৩-০৪৯৫৫৯
গ্রীনলাইন পরিবহন ০১৭০৮৪২৫৯৩০ ০১৭৬২-৬২০৭৩
হানিফ কে টি সি ০১৭১৩০৪৯৫৫৯ ০১৭১৩-০৪৯৫৯
একতা এন্টারপ্রাইজ ০১৪০৭০২২০২৬
এস আর ট্রাভেলস ০১৭২৭৫৪৫৪৬০ ০১৯৯১১৭৭৪৪০
শ্যামলী পরিবহন ০১৭১১৩১৭৩১৮
এখানে কিছু বাসের কাউন্টারের মোবাইল নাম্বার দেওয়া হল। তবে কিছু বাসের ঢাকা কাউন্টারের নাম্বার সংগ্রহ করা যায়নি এই কারণে আমি দুঃখিত। আশা করছি বুঝতে পেরেছেন। 

শেষ কথাঃ রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী

উপরে পুরো পোস্ট জুড়ে আমি আপনাদের সাথে রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী ও ভাড়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। রাজশাহী থেকে ঢাকা রুটে অনেকগুলো বাস চলাচল করে তবে যাত্রীদের সুবিধার্থে জানা উচিত কোন বাস কখন ছাড়ে এবং কখন পৌঁছায় মূলত সেই কারণেই আজকের এই পোস্ট। আপনি চাইলে ঘরে বসে অনলাইন এর মাধ্যম ও বাসের টিকিট বুক করতে পারেন। উপরে আমি আপনাদের সাথে এ বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি। 
অনলাইনে টিকিট বুক করার অনেক সুবিধা রয়েছে। অনলাইনে টিকিট বুক করলে টিকিট কাউন্টারে গিয়ে লাইন ধরতে হয় না এবং সহজেই বাস ও সিট নির্বাচন করা যায়। আপনাদের সুবিধার্থে আমি রাজশাহী থেকে ঢাকা বাস কাউন্টার গুলোর মোবাইল নম্বর দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url