বাংলা আর্টিকেল লেখার নিয়ম

 আপনি কি বাংলা আর্টিকেল লিখে মাসে প্রায় ১ লক্ষ টাকা ইনকাম করতে চান ? তাহলে আজকের ব্লগ টি  আপনার জন্য । আজকের ব্লগে আমরা বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানবো । এবং এভাবে আমরা খুব কম সময়ে বাংলা আর্টিকেল লিখে মাসে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারব । বিস্তারিত নিচে বর্ণনা করা হল।


 বাংলা আর্টিকেল লেখার নিয়ম 

বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার জন্য সর্ব প্রথম আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।
তারপর সেখানে আর্টিকেল লেখার জন্য  একটি টাইটেল লিখতে হবে এবং নিচে বিস্তারিত লিখতে হবে। আর্টিকেল লেখার সেরা নিয়ম হলো, আর্টিকেল লেখার শুরুতে সুন্দর করে পোস্টের ভূমিকা লিখতে হবে যাতে করে মানুষ সেটি দেখে বুঝতে পারে সে যা চাচ্ছে তা এই পোষ্টের মধ্যে রয়েছে। এতে করে পাঠকগণ একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবে তাহলে তার আর্টিকেলটি পড়তে নিশ্চয়ই ভালো লাগবে। তাই আর্টিকেল লেখার জন্য পোস্টের শুরুতে ভূমিকা লিখতে হবে। 
এরপর যে বিষয়ে আর্টিকেলটি লিখবেন সে সম্পর্কে প্যারাগ্রাফ আকারে বিস্তারিত লিখতে হবে। এবং অবশ্যই পোস্টের ভেতরে ফিচার ইমেজ অ্যাড করতে হবে। এতে পাঠকগণের দৃষ্টি আকর্ষণ করবে। খেয়াল রাখতে হবে ফিচার ইমেজটা যেন টাইটেলের সঙ্গে সম্পূর্ণ মিল থাকে। পোস্টের মধ্যে আরো পড়ুন সেকশন অ্যাড করতে হবে এতে করে পাঠকগণ আপনার ওয়েবসাইটে বেশি সময় ব্যয় করবে। আরো পোস্ট সেকশনে আপনার ওয়েবসাইটে অন্যান্য আর্টিকেল এর লিংক দিতে পারবেন। যেমনটা আপনি আমাদের পোস্টে নিচে দেখতে পাবেন । আবার পোষ্টের মধ্যে বাটন যোগ করতে হবে এটিও আপনার ওয়েবসাইটকে Rangking করতে সাহায্য করবে। আপনি বাটন যোগ করাও আমাদের আর্টিকেলের মধ্যে দেখতে পাবেন। এবং আর্টিকেল লিখা শেষে সেই বিষয়ে আপনার একটি মতামত পাঠকগণের সাথে শেয়ার করবেন এতে পাঠক গন অ্যাট্রাক্টিভ হবে।

 

আর্টিকেলের মধ্যে টাইটেল লিখার নিয়ম

আর্টিকেলের মধ্যে সঠিক নিয়মে টাইটেল লেখার প্রয়োজন, কারণ এই টাইটেলটি আপনার পোস্টকে সবার মাঝে প্রদর্শন করতে সাহায্য করবে এর গুরুত্ব অপরিসীম তাই পোষ্টের মধ্যে টাইটেলের গুরুত্ব অনেক। আর্টিকেলের টাইটেল শিরোনাম যেন ৫ থেকে ৯ শব্দের মধ্যে হয় এবং এই পোস্ট শিরোনাম করেই যেন বোঝা যায় পোস্টে কি কি থাকছে। প্রতি ১০ জন পাঠকের মধ্যে ৮ জন পাঠক শুধুমাত্র শিরোনাম পড়েই পোস্ট না পড়ে অন্য কোথাও চলে যায় যদি তার পোস্টের শিরোনাম পছন্দ না হয়। তাই বুঝতেই পারছেন আর্টিকেলের মধ্যে টাইটেল লেখার প্রয়োজনীয়তা কেমন। দুই ধরনের টাইটেল হয় ১। short tail keyword , ২। long tail keyword যেমনঃ  
    ১। short tail keyword (বাংলা  আর্টিকেল লেখা) যা ৩ শব্দের মধ্যে।
    ২। long tail keyword (বাংলা আর্টিকেল লেখার নিয়ম ) যা ৩ শব্দের অধিক। 
আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। 

ফিচার ইমেজ দেয়ার নিয়ম

ফিচার ইমেজ দেয়ার জন্য আমাদের ইমেজ তৈরি করতে হবে। আর যদি তৈরি করতে না পারি তাহলে গুগল থেকে ডাউনলোড করতে হবে। তবে ইমেজ ডাউনলোড করার নিয়ম রয়েছে কারণ যদি আপনি গুগল থেকে যেকোনো ইমেজ আপনার পোস্টে ব্যবহার করেন তাহলে সেটি কপিরাইট হতে পারে এতে আপনার ওয়েবসাইট লক হয়ে যেতে পারে তাই ইমেজ ডাউনলোড করার নিয়ম মেনে ডাউনলোড করতে হবে । 

আর্টিকেল লেখার জন্য যে যে বিষয়ে গবেষণা করতে হবে

আর্টিকেল লেখার জন্য আপনার কয়েকটি বিষয়ে রিসার্চ বা গবেষণা করতে হবে। রিসার্চ বা গবেষণা ছাড়া আদর্শ কন্টেন্ট লেখা সম্ভব নয়। যদি আদর্শ কন্টেন্ট বা আর্টিকেল লিখতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক সার্চ করতে হবে। তাই আর্টিকেল লেখার জন্য আগে এই কয়েক টি বিষয় নিয়ে চিন্তা করুন-
  • টার্গেট কিওয়ার্ড
  • আর্টিকেলের দৈর্ঘ্য
  • আর্টিকেল বিশ্লেষণ 
  • আর্টিকেল এর টাইপ
  • পাঠক জিজ্ঞাসা
আর্টিকেল লেখার জন্য এই বিষয়গুলোর উপর ধারণা থাকা প্রয়োজন। তবেই আপনি একটি আদর্শ আর্টিকেল লিখতে পারবে। 
আপনার পোস্টে Rangking এ শীর্ষে দেখাতে হলে আপনাকে আরো কিছু বিষয়ে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আপনাকে SEO সম্পর্কে জানতে হবে এটি আপনার পোস্টকে সার্চ অপশনে সবার উপরে দেখাতে সাহায্য করবে।SEO সম্পর্কে ধারণা না থাকলে আপনি পোস্ট লিখে খুব একটা ইনকাম করতে পারবেন না তাই এ সকল বিষয়ে পরিপূর্ণ ধারণা নিয়ে তারপর আর্টিকেল লিখে মাসে এক লক্ষ টাকার মতো আয় করতে পারবেন। পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। 



                                                                                                                                                      

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url