ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি - জেনে নিন
আমরা আজকের এই পোস্টে জানব ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি। সাধারণত ভিডিওতে সাবটাইটেল যোগ করলে যে, যে ভাষা বুঝতে পারে সে তার মাতৃভাষায় ভিডিওতে লেখা দেখতে পায়।
তাই আজকের এই ব্লগ থেকে আমরা জানবো কিভাবে ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড করে তা যোগ করতে হয়। তাহলে আসুন পুরো পোস্টটি পড়ে দেখে নেই কিভাবে ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করতে হয়।
পোস্ট সূচিপত্রঃ ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি
- ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি
- মুভি বা সিরিজের জন্য সাবটাইটেল ডাউনলোড পদ্ধতি
- ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা
- ভিডিওতে কেন সাবটাইটেল যোগ করতে হয়
- সাবটাইটেল কেন গুরুত্বপূর্ণ
- ভিডিওর সাবটাইটেল স্টাইলিং
- সাবটাইটেল তৈরি করার সময় গুরুত্বপূর্ণ টিপস
- বাংলা সাবটাইটেল কোথায় এবং কিভাবে পাওয়া যায়
- সাবটাইটেল যোগ করার সময় করণীয় ও সতর্কতা
- ভিডিওতে সাবটাইটেলের অপকারিতা
- লম্বা ভিডিওতে সাবটাইটেল সঠিকভাবে ম্যানেজ করার টিপস
- শেষ কথাঃ ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি
ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি
ইউটিউবের বিভিন্ন ভিডিও এবং বিদেশি মুভি বা সিরিজ দেখার জন্য ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। তাই আমাদের জানা উচিত ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি গুলো। এই পোস্টে আমরা যে কোন মুভি বা সিরিজে এবং ইউটিউব ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড করা এবং যোগ করার পদ্ধতি গুলো ধাপে ধাপে বর্ণনা করেছি। তাই পুরো পোষ্টটি পড়ার অনুরোধ রইলো।
আপনি যদি ইউটিউবে কোন ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড করতে চান তাহলে আপনাকে সাবটাইটেল ডাউনলোড করার সাইটে যেতে হবে। আপনি চাইলে এই দুইটি সাইট বেছে নিতে পারেন। DownSub.com অথবা SaveSubs.com এই দুইটি সাইট। মনে করেন আপনি DownSub.com এই সাইটে গেলেন। এরপর আপনাকে ইউটিউব ভিডিওর লিংক কপি করে এনে বক্সে পেস্ট করতে হবে। তারপর download subtitle এ ক্লিক করে .srt ফরম্যাটে সাবটাইটেল ফাইল ডাউনলোড করে রাখতে হবে। নিচে আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিয়েছি। আশা করছি বুঝতে পারবেন।
এখানে ভিডিওর লিংক দিন
এবং এখানে চাপ দিয়ে ডাউনলোড করুন
মুভি বা সিরিজের জন্য সাবটাইটেল ডাউনলোড পদ্ধতি
আপনি যদি কোন মুভি বা সিরিজের জন্য সাবটাইটেল ডাউনলোড করতে চান তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো এখন আমরা ধাপে ধাপে জানবো। মুভি বা সিরিজের জন্য সাবটাইটেল ডাউনলোড পদ্ধতি কিছুটা ভিন্ন। মুভি বা সিরিজে সাবটাইটেল যোগ করতে হলে আপনাকে আলাদা সাইটে যেতে হবে এবং সেখান থেকে সাবটাইটেল আলাদা নিয়মে ডাউনলোড করতে হবে। আসুন জেনে নেই কিভাবে মুভি বা সিরিজের জন্য সাবটাইটেল ডাউনলোড করতে হয়।
মুভি বা সিরিজের সাবটাইটেল ডাউনলোড করার জন্য আপনাকে যে সাইটগুলোতে যেতে হবে সেগুলো হলো Subscene.com অথবা OpenSubtitles.org। এবার আপনাকে সার্চ বারে মুভি বা সিরিজের নাম লিখে সার্চ করতে হবে। তারপর আপনার ভাষার সাবটাইটেল সিলেক্ট করতে হবে। এরপর সাবটাইটেল ফাইল ডাউনলোড করতে হবে। এই ধাপগুলো আপনি কি ভাবে পার করবেন তার জন্য আমি যে প্রয়োজনীয় স্ক্রিনশটগুলো দিয়ে দিয়েছি। স্ক্রিনশট গুলো দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হয়।
ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা
এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ভিডিও তে সাবটাইটেল ডাউনলোড করতে হয় আর এখন আমরা দেখব কিভাবে ভিডিওতে সাবটাইটেল যোগ করতে হয়। ভিডিওতে সাবটাইটেল যোগ করার জন্য আপনাকে একটি ফ্রি সফটওয়্যারে যেতে হবে। এর জন্য আপনাকে handbrake নামের একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে। আপনি আপনার ডিভাইসে এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর সফটওয়্যার এর মধ্যে প্রবেশ করবেন। এরপর আপনি ভিডিও ওপেন করবেন। চলুন দেখে নেই এরপর কি করতে হবে।
আরো পড়ুনঃ ২০১০ সালে প্রকাশিত জেল আদেশ খতিয়ে দেখার উপায়
এরপর আপনাকে subtitles ট্যাব থেকে .srt ফাইল যুক্ত করতে হবে। সঠিকভাবে সাবটাইটেল যুক্ত করার জন্য অবশ্যই আপনাকে আমাদের দেখানোর নিয়মটি মেনে চলতে হবে। তাহলে আপনি সঠিকভাবে আপনার যেকোন ভিডিওতে সাবটাইটেল যুক্ত করতে পারবেন। চলুন দেখে নেয় এর পরে কি করতে হয়। এরপর দেখতে পাবেন burned in এই চেক বক্সে আপনাকে টিক দিতে হবে। এরপর start encode বাটনে চাপ দিলে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে। মূলত এটি হলো ভিডিওতে সাবটাইটেল যুক্ত করার সঠিক পদ্ধতি। তাহলে আমরা দেখলাম কিভাবে ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করতে হয়।
ভিডিওতে কেন সাবটাইটেল যোগ করতে হয়
আজকে আমাদের এই পোস্টটিতে ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং পদ্ধতি দেখিয়েছি। তবে আমরা অনেকেই জানিনা ভিডিওতে কেন সাবটাইটেল যোগ করতে হয়। মূলত ভিডিওটি দেখে ভিডিওর ভাষা বুঝতে না পারলে নিজ মাতৃভাষায় ভিডিওটি যে কোন জায়গা থেকে দেখার জন্য ভিডিওতে সাবটাইটেল যোগ করতে হয়। এতে দর্শক খুব সহজেই ভিডিওটি দেখে বুঝতে পারে যে ভিডিওতে কি বোঝানো হয়েছে।
ভিডিওতে সাব টাইটেল যোগ করলে আপনি দেখতে পাবেন ভিডিওর সাথে সাথে স্ক্রিনে নিজ দেশের মাতৃভাষায় লেখা উঠছে মূলত এটাই হলো ভিডিওর সাবটাইটেল। অনেক সময় আমরা বিভিন্ন দেশের মুভি বা সিরিজ দেখে থাকি। কিন্তু আমরা সেই মুভি বা সিরিজের ভাষা বুঝতে পারি না কিন্তু যদি ভিডিওতে সাবটাইটেল যোগ করা থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে ভিডিও টিতে কি বলা হচ্ছে। তাই কোন ভিডিওতে সাবটাইটেল যোগ করা খুবই গুরুত্বপূর্ণ।
সাবটাইটেল কেন গুরুত্বপূর্ণ
আমাদের জানা উচিত সাবটাইটেল কেন গুরুত্বপূর্ণ। সাধারণত ভিডিওতে সাবটাইটেল দেয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ থাকে। চলুন আমরা ধাপে ধাপে জেনে নেই কোনগুলো সেই গুরুত্বপূর্ণ কারণ যার জন্য ভিডিওতে সাবটাইটেল যোগ করতে হয়।
- ভাষাগত বাধা দূর করার জন্য
- অনলাইনে র্যাঙ্কিং উন্নত করার জন্য
- মোবাইল ব্যবহারকারীদের সুবিধার জন্য
- ভিডিওতে এনগেজমেন্ট বাড়ানোর জন্য
- দর্শককে খুশি করার জন্য
- শ্রবণ সমস্যা থাকা মানুষের জন্য
সাধারণত এগুলোই হল গুরুত্বপূর্ণ কারণ যার জন্য ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
১। ভাষাগত বাধা দুর করার জন্য
অনেক ভিডিওতে ভাষাগত সমস্যা থাকে ফলে দর্শকের ভিডিওটি বুঝতে অনেক সমস্যা হয়। দর্শকের এই সমস্যাগুলো সমাধান করার জন্য ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা উচিত। যে কোন ভিডিও যদি ভালো না হয় তাহলে মানুষ সেটা দেখতে চাই না। তাই আপনাকে দেখতে হবে ভিডিওটি সুন্দর করার জন্য কোন কাজগুলো করা উচিত। যদি কোন ভিডিওতে ভাষাগত সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটি দূর করার জন্য ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ কারণ।
২। অনলাইনে র্যাঙ্কিং উন্নত করার জন্য
ভিডিওতে সাবটাইটেল যোগ করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো এটি। অনলাইনে র্যাঙ্কিং উন্নত করার জন্য ভিডিওতে সাবটাইটেল যোগ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার কোন ভিডিও ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে চান তাহলে আপনাকে আপনার ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করতে হবে এটি ভিডিও ভাইরাল হওয়ার একটি অন্যতম উপায়। যখন মানুষজন আপনার ভিডিও দেখে সবকিছু বুঝতে পারবে বা ভালো লাগবে তখন সেই ভিডিওটি বিভিন্ন শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে যাবে। তাই অনলাইনে ভিডিও ভাইরাল করার জন্য সাবটাইটেল খুবই প্রয়োজনীয়।
আরো পড়ুনঃ টনসিল ফোলা কমানোর ঘরোয়া কার্যকরী উপায়
৩। মোবাইল ব্যবহারকারীদের সুবিধার জন্য
ভিডিওতে যদি সাবটাইটেল ব্যবহার করা হয় তাহলে এটি মোবাইল ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধা জনক। বর্তমান বিশ্বে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় বেশি। অল্পসংখ্যক কিছু মানুষ রয়েছে যারা ল্যাপটপ বা ডেক্সটপ ব্যবহার করে। তাই ভিডিওটি অনলাইনে ভাইরাল করার জন্য মোবাইল ব্যবহারকারীদের সুবিধার্থে ভিডিওতে সাবটাইটেল যোগ করা দরকার। ল্যাপটপ বা ডেক্সটপে অনেক ফিচার রয়েছে যেগুলো দিয়ে সহজে ভিডিও বোঝা যায়। কিন্তু মোবাইল ব্যবহারকারীরা সেই সুবিধাগুলো পায় না। তাই মোবাইল ব্যবহারকারীদের জন্য ভিডিওতে সাবটাইটেল খুবই গুরুত্বপূর্ণ।
৪।ভিডিওতে এনগেজমেন্ট বাড়ানোর জন্য
ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করার আরেকটি উপকারিতা হলো ভিডিওতে এনগেজমেন্ট বৃদ্ধি পাওয়া। ভিডিওতে এনগেজমেন্ট বৃদ্ধি মানে হল পুরনো দর্শক ধরে রাখা। যেমন ধরুন আপনি একটি ভিডিও দেখেছেন এবং সেই চ্যানেলের ভিডিও গুলো দেখে আপনার বুঝতে সহজ মনে হয়েছে তাই আপনি পরবর্তীতে ওই চ্যানেলের ভিডিও দেখতে আগ্রহী হবে। এটাই হলো ভিডিওর এনগেজমেন্ট। এই কারণে ও ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করা উচিত।
৫। দর্শককে খুশি করার জন্য
আপনি যদি আপনার ভিডিওতে ভিডিও সাউন্ড এবং পাশাপাশি ভিডিওতে সাবটাইটেল দিয়ে দেন এতে দর্শক খুশি হয়। কারণ আপনার সেই ভিডিওটি দেখে সে অন্য দেশের মানুষ হলেও ভালোভাবে বুঝতে পারছে যে আপনি ভিডিওতে কি বলছেন। তাই দর্শককে খুশি করার জন্য ভিডিওতে সাবটাইটেল যোগ করতে হয়।
৬। শ্রবণ সমস্যা থাকা মানুষের জন্য
ভিডিওতে সাবটাইটেল যোগ করার আরেকটি বড় কারণ হলো শ্রবণ সমস্যা থাকা মানুষের জন্য। অনেক মানুষ রয়েছে যারা কানে কম শুনে বা কানে শুনতে পায় না মূলত তাদের জন্য ভিডিওর সাবটাইটেল খুবই উপকারী। যেহেতু সেই কানে শুনতে পায় না তাই সে ভিডিও দেখবে আর ভিডিওর সাবটাইটেল দেখে বুঝতে পারবে যে ভিডিওতে কি বলা হচ্ছে। এতে সে শ্রবণহীন মানুষ হলেও আপনার ভিডিওটি দেখে ভিডিওতে কি বলছেন তা বুঝতে পারবে।এগুলোই হল ভিডিওতে সাবটাইটেল দেওয়ার প্রধান কারণ।
ভিডিওর সাবটাইটেল স্টাইলিং
ভিডিওতে যেমন সাবটাইটেল দেওয়া গুরুত্বপূর্ণ তেমনি ভিডিওতে সাবটাইটেল এর স্টাইল টি ও ঠিক করা গুরুত্বপূর্ণ। তাই আপনার জানা উচিত ভিডিওতে কিভাবে বা কোন নিয়মে সাবটাইটেল স্টাইলিং করতে হয়। উপরে আমরা ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড করা এবং যোগ করার পদ্ধতি জেনেছি। এখন আমরা জানবো ভিডিও সাবটাইটেল স্টাইলিং করার সঠিক নিয়ম। ভিডিওতে সাবটাইটেল স্টাইলিং করলে সাবটাইটেলটি স্পষ্ট এবং চোখে পড়ার মতো হয় তাই ভিডিওর সাবটাইটেল স্টাইলিং করা গুরুত্বপূর্ণ বিষয়।
প্রথমত সাবটাইটেলের ফ্রন্ট এবং আকার ঠিকভাবে বসানো উচিত। এর ফ্রন্ট Arial এবং এর সাইজ 24-28 হওয়া উচিত। এবং সাবটাইটেলের কালার সাদা বা কালো অথবা ইচ্ছামত রাখতে পারেন যেন দেখতে সুন্দর হয় এবং মাথায় রাখবেন সেটি যেন আউটলাইন সহ হয়। সাবটাইটেলের পজিশন ভিডিওর নিচে রাখা উচিত যাতে ভিডিওর গুরুত্বপূর্ণ দৃশ্য ঢেকে না যায়। খেয়াল রাখতে হবে সাব টাইটেলের লাইন সংখ্যা যেন দুই লাইনের বেশি না হয়। এবং সাবটাইটেলটি যথেষ্ট সময় ধরে থাকা উচিত যাতে দর্শকের পড়তে অসুবিধা না হয়। এটাই হল ভিডিওর টাইটেল স্টাইলিং করার সঠিক নিয়ম।
সাবটাইটেল তৈরি করার সময় গুরুত্বপূর্ণ টিপস
সাবটাইটেল তৈরি করার সময় অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস গুলো জানতে হবে।কেননা এটি আপনার ভিডিও কে আরো আকর্ষণীয় করতে সাহায্য করবে। এতে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হতে পারে। আবার আকর্ষণীয় সাবটাইটেল ভিডিওর এনগেজমেন্ট বাড়ায় তাই অবশ্যই সাবটাইটেল তৈরি করার সময় গুরুত্বপূর্ণ টিপস গুলো অবলম্বন করা উচিত।
সাবটাইটেল তৈরি করার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস হলঃ
- টাইমিং ঠিক রাখা
- সংক্ষিপ্ত এবং স্পষ্ট লেখা
- ফ্রন্ট এবং কালার ব্যবহার করা
- ভাষা এবং বানান ঠিক রাখা
- লাইনের দৈর্ঘ্য সীমিত রাখা
- সাবটাইটেল পরীক্ষা করা
১। টাইমিং ঠিক রাখা
আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওতে সাবটাইটেল এর টাইমিং কতটা গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি ভিডিওতে সাবটাইটেল এর টাইমিং ঠিক না রাখেন তাহলে দর্শকের বুঝতে অসুবিধা হবে এতে দর্শক বিভ্রান্ত হয়ে আপনার ভিডিও না দেখেই চলে যাবে। তাই আপনাকে ভিডিওর কথার সাথে সাথেই সাবটাইটেল রান করাতে হবে। ভিডিওতে সাবটাইটেল এক থেকে ছয় সেকেন্ডের মধ্যে থাকা উচিত। এবং আপনার কথা যদি দীর্ঘ হয়ে থাকে তাহলে সাবটাইটেল দুই লাইনে ভাগ করা উচিত।
২। সংক্ষিপ্ত এবং স্পষ্ট লেখা
আপনার ভিডিওর টাইটেল সংক্ষিপ্ত এবং স্পষ্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দর্শক যেন সেই সাবটাইটেলটি এক ঝলকেই পড়তে পারে। সাবটাইটেল এর মধ্যে অপ্রয়োজনীয় কোন শব্দ বা বাক্য ব্যবহার করা একেবারেই উচিত নয়। এটি আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ করবে। আপনি যদি ভিডিওতে অনেক বড় টাইটেল যোগ করেন তাহলে মানুষ সেটি দ্রুত করতে পারবেনা ফলে তারা বিভ্রান্ত হবে। সাধারণত এক লাইনে 30 থেকে 40 টা অক্ষর রাখা উচিত। তাহলে অবশ্যই ভিডিওর সাবটাইটেলে অবশ্যই সংক্ষিপ্ত এবং স্পষ্ট লেখা থাকতে হবে।
৩। ফ্রন্ট এবং কালার ব্যবহার করা
সাবটাইটেল এর মধ্যে ফ্রন্ট এবং কালার ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ। কারণ ফ্রন্ট ঠিক থাকলে পড়তে সহজ হয় এবং চোখের পলকেই করা যায়। আবার ফ্রন্টে কালার ব্যবহার করলে সেটি দেখতে সুন্দর লাগে এবং আকর্ষণীয় হয়। তবে আপনাকে খেয়াল রাখতে হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এর সঙ্গে যেন সাবটাইটেল এর কালারের কনট্রাস্ট ঠিক থাকে। তবে আমি আপনাকে একটি সাজেস্ট করতে পারি সেটি হল সাদা ফ্রন্ট এবং ব্ল্যাক আউটলাইন এটি সবচেয়ে জনপ্রিয়। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে সাবটাইটেল এ ফ্রন্ট এবং কালার ব্যবহার করবেন।
৪। ভাষা এবং বানান ঠিক রাখা
ভাষা এবং বানান ঠিক রাখা। আপনি যদি সাবটাইটেল এর মধ্যে ভাষা এবং বানান ভুল করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কতটা বিভ্রান্ত করবে দর্শকদের। তাই সাবটাইটেল তৈরি করার সময় আপনাকে অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে টাইটেলে যেন ভাষা এবং বানান ঠিক থাকে। আবার আপনাকে সাবটাইটেল এর মধ্যে চলিত শুদ্ধ ভাষা ব্যবহার করতে হবে, আপনি যদি আপনার নিজের জন্মস্থানের ভাষা ব্যবহার করেন তাহলে সেটা বিভ্রান্তমূলক কাজ হবে। কেননা সবাই সব জায়গার ভাষা বুঝতে পারে না আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
৫। লাইনের দৈর্ঘ্য সীমিত রাখা
ভিডিওর সাব টাইটেলের লাইনের দৈর্ঘ্য সীমিত রাখতে হবে। যদি আপনি সাবটাইটেল এর মধ্যে লাইনের দৈর্ঘ্য সীমিত না রেখে বাড়িয়ে দেন তাহলে ভিডিওর গুরুত্বপূর্ণ দৃশ্য ঢেকে যেতে পারে তাই অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে লাইনের দৈর্ঘ্য যেন সীমিত থাকে। সব সময় চেষ্টা করবেন সাবটাইটেল এর দৈর্ঘ্য যেন দুই লাইনের বেশি না হয়।
৬। সাবটাইটেল পরীক্ষা করা
সবশেষে আপনাকে দেখতে হবে সাবটাইটেলটি ঠিকঠাক হয়েছে কিনা। আপনাকে দেখতে হবে সাবটাইটেলটি ভিডিওর সঙ্গে মিলছে কিনা আবার অডিও এবং সাবটাইটেল এর টাইমিং এর সাথে মিল রয়েছে কিনা। এ কারণে সাবটাইটেল পরীক্ষা করার পর পাবলিশ করা উচিত। এ সকল গুরুত্বপূর্ণ টিপসগুলো মাথায় রেখে আপনাকে সাবটাইটেল তৈরি করতে হবে তাহলে আপনার ভিডিওটি আরো আকর্ষণীয় হবে।
বাংলা সাবটাইটেল কোথায় এবং কিভাবে পাওয়া যায়
আমরা অনেকেই জানি ইউটিউবে একটি অপশন রয়েছে যেটি অন করলে ভিডিওতেই সাবটাইটেল দেখা যায়। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন তাহলে স্ক্রিনে cc লেখা রয়েছে এটি দেখতে পাবেন। আর আপনি যদি এটা অন করেন তাহলে ভিডিওতে যুক্ত করা সাবটাইটেল গুলো দেখতে পাবেন। এবং আপনি সেটিং থেকে বাংলা ভাষার সিলেক্ট করে বাংলা ভাষায় সাবটাইটেল গুলো দেখতে পাবেন। ভিডিওতে সাব টাইটেল দেওয়ার মূল কারণ হলো দর্শককে খুশি রাখা। কারণ দর্শক যদি ভিডিওর পাশাপাশি সাবটাইটেল গুলো দেখতে পায় তাহলে তারা খুশি হয় এবং ভিডিওটি দেখতে থাকে।
আরো পড়ুনঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুফল ও কুফল
অনেক মানুষ রয়েছে যারা সব সময় ইউটিউবের ভিডিওতে cc এই অপশনটি চালু করে ভিডিও দেখে। তাই ভিডিওর সাবটাইটেলটি খুবই গুরুত্বপূর্ণ। তবে বিশেষভাবে সিনেমা, ইউটিউব বা শিক্ষামূলক ভিডিওর জন্য ভিডিওতে সাবটাইটেল অতী প্রয়োজনীয়। তবে যেগুলো অটো জেনারেটেড সাবটাইটেল সেগুলো সব সময় ১০০% সঠিক হয় না তাই ভিডিওতে নিজে সাবটাইটেল তৈরি করা উচিত। কিভাবে আপনি ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যুক্ত করবেন তা আমরা উপরে বর্ণনা করে দেখিয়েছি। আশা করছি আপনি এমন সাবটাইটেল নিজে থেকেই তৈরি করতে পারবেন।
সাবটাইটেল যোগ করার সময় করণীয় ও সতর্কতা
ভিডিওতে শুধু সাবটাইটেল ডাউনলোড করলেই হবে না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবটাইটেল যোগ করার সময় কি করনীয় এবং এর সতর্কতা গুলো কি। ভিডিওতে সাবটাইটেল যোগ করার ক্ষেত্রে বিশেষ কিছু করণীয় এবং সতর্কতা রয়েছে। যেগুলো সাবটাইটেল যোগ করার ক্ষেত্রে মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই করনীয় ও সতর্কতা গুলো সম্পর্কে জানেন তাহলে আপনার সাবটাইটেল পরিষ্কার এবং সঠিকভাবে দেখা যাবে। তাহলে আসুন জেনে নেই এর সতর্কতা ও করণীয় কি।
সাবটাইটেল যোগ করার ক্ষেত্রে করণীয়ঃ
- ভিডিওতে সঠিক সাবটাইটেল ব্যবহার করা। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ভিডিওর জন্য যে ভাষার সাবটাইটেল প্রয়োজন সেই ভাষা সাবটাইটেল ব্যবহার করা।
- সঠিক টাইমিং চেক করা। আপনাকে দেখতে হবে আপনার ভিডিওর ডায়লগ এর সাথে সাবটাইটেলের টাইমিং ঠিক আছে কিনা। যদি সঠিকভাবে না দেখায় তাহলে অবশ্যই আপনাকে সঠিক সময়ে সাবটাইটেল দেখানো নিশ্চিত করতে হবে।
- সঠিক ফরমেট ব্যবহার করতে হবে। সাধারণত ভিডিওর সাবটাইটেল এ .srt ফাইল ব্যবহার করতে হয়। তাই আপনাকে এই .srt ফাইল ফরমেটে সাবটাইটেল ব্যবহার করতে হবে।
- সাবটাইটেল ফাইলের নাম মিলিয়ে রাখতে হবে। ভিডিও ফাইল এবং সাবটাইটেল ফাইল একই রাখলে আপনার ডিভাইস এর প্লেয়ার স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল লোড করে নেই। তাই সাবটাইটেল ফাইলের নাম মিলিয়ে রাখা উচিত।
সাবটাইটেল যোগ করার ক্ষেত্রে সতর্কতাঃ
- কখনোই ভুল ভাষার সাবটাইটেল ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে সাবটাইটেল এর ভাষা যেন সঠিক থাকে। কেননা এতে করে ভিডিও এবং ভাষা না বোঝা গেলে দর্শক বিভ্রান্তিতে পড়বে।
- বিশ্বস্ত সাইট ছাড়া অন্য কোন অবিশ্বস্ত সাইট থেকে সাবটাইটেল ডাউনলোড করবেন না। বিশেষভাবে আপনাকে এই সতর্কতা টি অবলম্বন করতে হবে। কারণ অনেক সময় সাবটাইটেল এর ফাইলে ভাইরাস বা ম্যালওয়্যার থাকতে পারে।
- ভিডিওর সাবটাইটেল কপিরাইট ফ্রি হতে হবে। অফিসিয়াল বা অনুমোদিত সাইটে থেকে সাবটাইটেল ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করতে হবে।
- সাবটাইটেল এ অতিরিক্ত লেখা ব্যবহার করবেন না। কেননা অতিরিক্ত লেখা একসঙ্গে স্ক্রিনে এলে ভিডিও দেখে তা বুঝতে অসুবিধা হয়।
- ভিডিওর সাবটাইটেলে অতিরিক্ত রং ও ফ্রন্ট ব্যবহার করবেন না। সাধারণত সাদা রংয়ের সাবটাইটেল চোখে পড়ার মত।
ভিডিওতে সাবটাইটেলের অপকারিতা
ভিডিওতে সাবটাইটেল এর যেমন অনেক উপকারিতা রয়েছে। তেমনি ভিডিওতে সাবটাইটেল এর উপকারিতা ও রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ভিডিওতে দেয়া সাবটাইটেল কিছু অসুবিধার সৃষ্টি করে। আসুন জেনে নেই কোনগুলো সেই অসুবিধা যেগুলো ভিডিওতে সাবটাইটেল দিলে প্রভাব ফেলে।
ভিডিওর মনোযোগ নষ্ট করে
অনেক সময় দর্শক এই সাবটাইটেল করতে গিয়ে ভিডিওর কিছু অংশ মিস করে ফেলে। এতে সেই ভিডিওটি ভালোভাবে দেখতে এবং বুঝতে পারে না।
চোখে চাপ পড়ে
যদি কেউ ভিডিও দেখতে দেখতে একই সঙ্গে সাবটাইটেলও পড়ে তাহলে তার চোখে ক্লান্তি আসে এবং তার চোখ ব্যথা করতে পারে।
ভিডিও দেখার মজা কমে যায়
অনেক সময় ভিডিও দেখতে দেখতে যদি সাবটাইটেল পরে তাহলে ভিডিওর পুরোপুরি মজাটা পাওয়া যায় না।
অতিরিক্ত সাবটাইটেল ভিডিও ঢেকে দেয় ইত্যাদি
আবার আপনি যদি ভিডিওতে অতিরিক্ত সাবটাইটেল ব্যবহার করেন তাহলে ভিডিওর কিছু দৃশ্য ঢেকে যায় এতে করে দর্শক পুরোপুরি ভিডিও উপভোগ করতে পারে না।
শুধুমাত্র এগুলোই নয় ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করার কারণে আরো অনেক অসুবিধা সৃষ্টি হয় দর্শকদের মাঝে। তাই ভিডিও বা ভিডিওতে সাবটাইটেল তৈরি করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন দর্শকদের বিশেষ কোনো অসুবিধা না হয়। আশা করছি বুঝতে পেরেছেন।
লম্বা ভিডিওতে সাবটাইটেল সঠিকভাবে ম্যানেজ করার টিপস
আমাদের সকলেরই জানা উচিত লম্বা ভিডিওতে সাবটাইটেল সঠিকভাবে ম্যানেজ করার টিপসগুলো। আপনার ভিডিও তে সাবটাইটেল সঠিক হবে ম্যানেজ করতে সাহায্য করবে। লম্বা ভিডিওতে সাবটাইটেল ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায়। তাই লম্বা ভিডিওর সাবটাইটেল সঠিক ভাবে ম্যানেজ করতে আপনার এই টিপস গুলো শিখে রাখা উচিত। আসুন তাহলে জেনে নিন সে টিপস গুলো কি কি।
- ভিডিও ছোট ছোট সেকশনে ভাগ করুন
- টাইমিং নিয়মিত চেক করুন
- অপ্রয়োজনীয় লাইন বাদ দিন
- টিম ওয়ার্কে কাজ করুন
- সঠিক সাবটাইটেল ফরমেট ব্যবহার করুন
ছোট ছোট সেকশনে ভাগ করা
লম্বা ভিডিও যদি একসাথে সাব টাইটেল যোগ করতে যান তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই যদি ভিডিওটিকে ছোট ছোট অংশে ভাগ করে এডিট করেন তাহলে এটা অনেক সহজ হয়।
টাইমিং নিয়মিত চেক করুন
লম্বা ভিডিও এডিট করার সময় কয়েক মিনিট পর পরই আপনাকে চেক করতে হবে ভিডিওর সাথে সাবটাইটেল এর টাইমিং মিলছে কিনা।
অপ্রয়োজনীয় লাইন বাদ দিন
অপ্রয়োজনীয় লাইন থাকলে সেটিকে বাদ দিয়ে ছোট করতে হবে। কেননা লম্বা ভিডিওতে সাব টাইটেল সংক্ষিপ্ত ও সহজ রাখা ভালো। অতিরিক্ত সাবটাইটেল ব্যবহার করলে দর্শক বিভ্রান্ত হয়।
টিম ওয়ার্কে কাজ করুন
ভিডিও যদি খুবই লম্বা হয় তাহলে ভিডিওটি এডিট করার জন্য একটি টিম তৈরি করতে পারেন। যেখানে একাধিক ব্যক্তি আপনার ভিডিওটি বিভিন্ন অংশে ভাগ করে নিয়ে এডিট করে সাবটাইটেল সঠিক সঠিকভাবে তৈরি করতে পারে।
লম্বা ভিডিওর সাবটাইটেল সঠিক ফরমেটে ব্যবহার করা উচিত। এতে দর্শকের কোন অসুবিধা সৃষ্টি করতে পারবে না। এবং আপনার সাবটাইটেল সঠিকভাবে ম্যানেজ করতে সহজ হবে।
শেষ কথাঃ ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি
উপরে আমরা এই পুরো ভিডিও জুড়ে ভিডিওতে সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি। এই পোস্টটি পড়ে আপনি জানতে পারবেন কিভাবে সাবটাইটেল ডাউনলোড করতে হয় এবং তা ভিডিওতে কিভাবে যোগ করতে হয়। এছাড়াও আমরা এই পোস্টে সাবটাইটেল এর উপকারিতা এর গুরুত্ব এবং এর অপকারিতা সম্পর্কে সবকিছুই বিস্তারিত জেনেছি। আশা করছি সম্পূর্ণ পোস্টটি আপনার কাজে আসবে। তবে একটা কথা মাথায় রাখবেন ভিডিওর সাবটাইটেল ডাউনলোড এবং যোগ করার জন্য বিশ্বস্ত সাইট থেকে নিতে হবে। আর অবশ্যই সাবটাইটেলের যে সকল করণীয় ও সতর্কতা রয়েছে সেগুলো মেনে সাবটাইটেল যোগ করতে হবে।
আপনার যদি ভিডিওতে সাব টাইটেল ব্যবহার করেন তাহলে একদিক দিয়ে এটি উপকারী এবং আরেক দিক দিয়ে একটি ক্ষতিকর। তাই চেষ্টা করতে হবে যে সকল ভিডিওতে সাবটাইটেল খুবই প্রয়োজনীয় শুধুমাত্র সেই সব ভিডিওগুলোতে সাবটাইটেল যোগ করা। আর যে সকল ভিডিও তে সাবটাইটেল না থাকলেও সমস্যা নাই সে সকল ভিডিওতে সাবটাইটেল না দিলেই ভালো হয়। কেননা সাবটাইটেল দর্শকদের বিভিন্ন বিভ্রান্তিতে ফেলে। সাবটাইটেল যোগ করার যে সকল নিয়মগুলো সঠিকভাবে পালন করতে হবে সেগুলো অবশ্যই মেনে চলবেন। তাহলে আপনার ভিডিও আরো আকর্ষণীয় হবে। এই পোস্টটি আপনাদের কেমন লেগেছে এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট করুন।






আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url