গুগল এডসেন্স থেকে আয় করার উপায় সম্পূর্ণ গাইডলাইন
আপনি যদি ঘরে বসে অনলাইনে ইনকাম করতে চান তাহলে আপনার গুগল এডসেন্স থেকে আয় করার উপায় সম্পর্কে জানা উচিত। গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করা যায় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব।
গুগল এডসেন্সের মাধ্যমে আয় করা খুবই সহজ। আপনাকে শুধু জানতে হবে কিভাবে কাজ করলে আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই সম্পূর্ণ গাইড লাইন।
পোস্ট সূচিপত্রঃ গুগল এডসেন্স থেকে আয় করার উপায়
- গুগল এডসেন্স থেকে আয় করার উপায়
- গুগল এডসেন্স কি ও কিভাবে কাজ করে
- গুগল এডসেন্স কিভাবে এপ্লাই করবো
- গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন
- ইউটিউব চ্যানেল থেকে ইনকাম
- গুগল অ্যাডসেন্সের যে নিয়ম ভঙ্গ করা যাবে না
- ক্লিক ও ভিউ থেকে কিভাবে আয় হয়
- এডসেন্স থেকে আয় বাড়ানোর কার্যকর টিপস
- লেখকের মন্তব্যঃ গুগল এডসেন্স থেকে আয় করার উপায়
গুগল এডসেন্স থেকে আয় করার উপায়
আপনি যদি গুগল এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার
জানা উচিত গুগল এডসেন্স থেকে আয় করার উপায় গুলো। আজকের এই পোস্টে আমি
আপনাদের আমার বাস্তব অভিজ্ঞতা থেকে জানাবো কিভাবে আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে
ঘরে বসে টাকা ইনকাম করবেন। গুগল এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করার
জন্য আপনার যে যে জিনিসগুলো লাগবে চলুন সেগুলো জেনে নেই।
আরো পড়ুনঃ এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো
গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনার একটি ওয়েবসাইট
লাগবে। এর কারণ হলো ওয়েবসাইটেই আপনি ব্লগ লিখে বা বিভিন্ন
অ্যাপ পাবলিশ করে গুগলের থেকে এডসেন্স নিয়ে টাকা ইনকাম করতে
পারবেন। ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন ও হোস্টিং প্রয়োজন
। ডোমেইন ও হোস্টিং দিয়ে ওয়ার্ডপ্রেস বা ব্লগারে ওয়েবসাইট
যুক্ত করতে পারবেন। ব্লগার এ ডোমেইন কিনতে হয় এবং হোস্টিং ফ্রী পাওয়া
যায়। আর ওয়ার্ডপ্রেসে ডোমেইন এবং হোস্টিং দুটোই কিনতে হয়। ব্লগারের
চেয়ে ওয়ার্ডপ্রেসে খুব সহজেই কাজ করা যায়। তাহলে এডসেন্সের মাধ্যমে আয়
করতে চাইলে আপনার প্রয়োজন একটি ওয়েবসাইট, ল্যাপটপ, কম্পিউটার বা
মোবাইল এবং ইন্টারনেট। এই কয়েকটি জিনিস থাকলেই আপনি গুগল এডসেন্স থেকে আয়
করতে পারবেন।
গুগল এডসেন্স কি ও কিভাবে কাজ করে
গুগল এডসেন্স কি ও কিভাবে কাজ করে তা জানা খুবই প্রয়োজনীয়। গুগল
এডসেন্স হল বিজ্ঞাপন প্রদর্শনের প্ল্যাটফর্ম এটি ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব
চ্যানেলের কনটেন্টে বিজ্ঞাপন দেখায় আর এই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে কনটেন্ট
ক্রিয়েটরের ইনকাম আসে। তাহলে বুঝতে পারছেন যে আপনার ওয়েবসাইটে বা ব্লগে
গুগল এডসেন্স এর মাধ্যমে যে বিজ্ঞাপন দেখানো হয় সেটাই হলো গুগল
এডসেন্স।
আপনার যদি একটি ওয়েবসাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে
সেখানে কনটেন্ট তৈরি করলে সেখানে নিয়মিত ভিজিটর আসে। আর গুগলের শর্ত
গুলো মেনে চললে সেই ওয়েবসাইট বা চ্যানেলে গুগল এডসেন্স এপ্রুভ হয় এবং আপনার
ওয়েবসাইটে বা চ্যানেলে বিজ্ঞাপন দেখায়। এবার কেউ যদি সেই বিজ্ঞাপন দেখে বা
ক্লিক করে তাহলে আপনার একাউন্টে আয় শুরু হয়। নিশ্চয়ই বুঝতে পারছেন গুগল
এডসেন্স কি এবং এটি কিভাবে কাজ করে।
গুগল এডসেন্স কিভাবে এপ্লাই করবো
আপনি যদি গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে গুগল
এডসেন্স এপ্লাই করতে হবে। তাই নিশ্চয়ই আপনি জানতে চান গুগল এডসেন্স
কিভাবে এপ্লাই করবো। এখন আমি আপনাদের জানাবো কিভাবে google এডসেন্স
এপ্লাই করবেন। গুগল এডসেন্স পাওয়ার জন্য আপনাদের উপরে জানিয়েছি অবশ্যই একটি
ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট থাকা লাগবে। যদি একটি ইউটিউব চ্যানেল ও
ওয়েবসাইট থাকে তাহলে আপনি গুগল এডসেন্স একাউন্টে সাইন আপ করতে পারবেন। চলুন
জেনে নেই কিভাবে সাইন আপ করবেন।
প্রথমে আপনাকে এডসেন্স একাউন্টে গিয়ে আপনার জিমেইল দিয়ে একাউন্ট লগইন করতে
হবে।অবশ্যই যেই জিমেইল দিয়ে একাউন্ট তৈরি করা আছে সেই জিমেইল টা লাগবে।
তারপর আপনার কাছে কিছু তথ্য চাইবে সে সব তথ্য গুলো সঠিকভাবে পূরণ করতে
হবে।সেগুলো সঠিকভাবে পূরণ করার পর save and continue এই বাটনে ক্লিক
করতে হবে। তারপর গুগল আপনাকে একটি HTML কোড দিবে এবং সেটি আপনার
ওয়েবসাইটের <head> সেকশনে যোগ করতে হবে। আর যদি ওয়ার্ডপ্রেস
হয় তাহলে প্লাগইন ব্যবহার করে করতে হবে।
এই স্টেপগুলো পূরণ করার পর গুগল তোমার ওয়েবসাইট পরিচালনা করার জন্য ৩ দিন
থেকে ১৪ দিন পর্যন্ত সময় নিতে পারে। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে তারা তোমাকে
এডসেন্সের অনুমোদন দিবে এবং তোমার কনটেন্টে বিজ্ঞাপন চালু হবে আর তোমার ইনকাম
শুরু হবে। এরপর যখন তোমার ওয়েবসাইটে 10$ হবে তখন গুগল তোমার ঠিকানায়
পিন কোড পাঠাবে পোস্ট অফিসের মাধ্যমে। এবং সেটি যাচাই করার পর 100$ হলে
তুমি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা তুলতে পারবে। তাহলে নিশ্চয়ই
কিভাবে এডসেন্স এপ্লাই করতে হবে বুঝতে পেরেছেন।
গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন
এবার আপনার জানতে হবে গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন। আপনার ওয়েবসাইট
বা ইউটিউব চ্যানেল থাকলে সেখানে নিয়মিত কনটেন্ট পাবলিশ করতে হবে।আপনাকে এডসেন্স
থেকে আয় করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং নিয়মিত কনটেন্ট তৈরি করতে হবে
তাহলে আপনি গুগল এডসেন্স থেকে আয় করতে পারবেন।রেগুলার কনটেন্ট পাবলিশ করলে
এক সময় আপনার ওয়েবসাইট বা চ্যানেলে অনেক ভিজিটর আসা শুরু করবে। এবং
এডসেন্স এপ্রুভ থাকলে যত ভিজিটর আসবে তত বেশি ইনকাম হবে। একটি ভিউ থেকে
0.1$-0.3$ দিয়ে থাকে।
আরো পড়ুনঃ ঘরে বসে প্যাসিভ ইনকাম করার ৭টি উপায়
আপনাকে প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে ব্লগ অথবা চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে
হবে তাহলে গুগল আপনার ওয়েবসাইট বা চ্যানেল দেখে বুঝতে পারবে যে,
আপনি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর।এবং গুগল যদি এটা বুঝতে পারে যে
আপনি রিয়েল একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আপনার কনটেন্ট গুলো তারা দ্রুত
গুগলে র্যাঙ্ক করাবে। এবং আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম শুরু করতে
পারবেন।
ইউটিউব চ্যানেল থেকে ইনকাম
আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম শুরু করতে
পারবেন। তার জন্য আপনাকে প্রথমে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হবে এরপর
সেই ইউটিউব চ্যানেলে মানসম্মত কনটেন্ট তৈরি করেই সহজে আপনি গুগলের কাছ থেকে
মনিটাইজেশন বা এডসেন্স নিয়ে ইনকাম শুরু করতে পারেন। প্রথম প্রথম
আপনাকে রেগুলার অন্তত একটি করে ভিডিও পাবলিশ করতে হবে এবং ভিডিওর কোয়ালিটি
মানসম্মত হতে হবে তাহলে দ্রুত মনিটাইজেশন পাওয়া যায়।
ওয়েবসাইটে বা ব্লগে গুগল এডসেন্সের কোন লিখিত শর্ত নেই কিন্তু ইউটিউব
চ্যানেলে একটি শর্ত রয়েছে সেটি হল সর্বশেষ তিন মাসের মধ্যে ৪০০০ ঘন্টা
ওয়াচ টাইম এবং ১০০০ সাবস্ক্রাইবার কালেক্ট করতে হবে তবে আপনি আপনার
চ্যানেলে মনিটাইজেশন অন করাতে পারবেন। এবার আপনার ইউটিউব চ্যানেলে যত
বেশি ভিজিটর আসবে আপনার তত বেশি ইনকাম হবে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব
চ্যানেল থেকে ইনকাম করবেন।
গুগল এডসেন্সের যে নিয়ম ভঙ্গ করা যাবে না
গুগল এডসেন্স কয়েকটি নিয়ম কানুন রয়েছে যেগুলো ভঙ্গ করা যাবে
না। আপনি যদি সেই নিয়ম গুলো ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কখনোই
এডসেন্স চালু হবে না। তাই আপনার জানা উচিত গুগল এডসেন্সের কোন নিয়ম
গুলো ভঙ্গ করা যাবে না। এখন আমি আপনাদের জানাবো গুগল এডসেন্সের যে
নিয়ম ভঙ্গ করা যাবে না। চলুন জেনে নেই কোনগুলো সেই
নিয়ম।
গুগল এডসেন্সের নিয়মগুলো হল কপিরাইট রয়েছে এমন কন্টেন্ট পাবলিশ করা
যাবে না। মানে হলো কারো কনটেন্ট থেকে কোন অংশ কপি করে এনে নিজের ওয়েবসাইটে
দেওয়া যাবে না। এবং AI দিয়ে কনটেন্ট লিখে নিয়ে ওয়েবসাইটে পাবলিশ
করা যাবে না। আপনার ওয়েবসাইটে About Us,Contuct Us, Privacy Policy,
Disclaimer, Terms and Conditions এ সকল অপশনগুলো তৈরি করতে
হবে।ওয়েবসাইটে এডাল্ট বা যৌন উত্তেজনা মূলক ছবি অথবা আর্টিকেল লিখা যাবে
না। সাধারণ এই নিয়মগুলো ভঙ্গ করলে আপনার একাউন্ট সাসপেন্ড হয়ে যেতে
পারে। তাই এগুলো কখনোই করবেন না।
ক্লিক ও ভিউ থেকে কিভাবে আয় হয়
আপনি যদি গুগল এডসেন্স থেকে আয় করার উপায় করার উপায় গুলো জেনে থাকেন
তাহলে আপনার এটাও জানা উচিত ক্লিক ও ভিউ থেকে কিভাবে আয় হয়। এখন আমি
আপনাকে জানাবো ক্লিক ও ভিউ থেকে কিভাবে আয় হয়। ভিউ মানে হল গুগলে আপনার সেই পোষ্টের মধ্যে ঢোকা। আর ক্লিক মানে হল
কেউ আপনার ওয়েবসাইটে ঢোকার পর যে এড আসবে সেই এডের উপরে ক্লিক করা।
আরো পড়ুনঃ চাকরির ইন্টারভিউতে সফল হওয়ার ১০টিপস
আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানোর পর সেই বিজ্ঞাপনে কেউ যদি ক্লিক করে তাহলে
আপনি গুগলের কাছ থেকে টাকা পাবেন। গুগল মূলত বিজ্ঞাপন দাতার কাছ থেকে টাকা
নেয় এবং সে বিজ্ঞাপনে যখন কেউ ক্লিক করে তখন যার ওয়েবসাইট থেকে
বিজ্ঞাপনে ক্লিক হয় তাকে একটি অংশ পেমেন্ট করে। সাধারণত
গুগল ৬৮% দিয়ে থাকে। এবং আপনার ওয়েবসাইট যখন ভিউ
হবে তখন গুগল আপনাকে প্রতি হাজার ভিউয়ের জন্য কিছু অংশ পেমেন্ট
করবে। তবে গুগল আপনার ভিজিটরের দেশ, বিজ্ঞাপনের
ধরন, কনটেন্টের মান এবং ওয়েবসাইটের নিস দেখে সেই হিসেবে পেমেন্ট করে
থাকে। আশা করছি বুঝতে পেরেছেন।
গুগল এডসেন্স থেকে আয় বাড়ানোর কার্যকর টিপস
আপনি কি গুগল এডসেন্সের আয় বাড়াতে চান, তাহলে আপনাকে কিছু কার্যকরী টিপস
অবলম্বন করতে হবে। বেশ কয়েকটি কার্যকরী টিপস রয়েছে যেগুলো আপনার গুগল
এডসেন্স থেকে আয় বাড়াতে পারে। এখন আমি আপনাদেরকে গুগল এডসেন্স থেকে আয়
বাড়ানোর কার্যকর টিপস গুলো বর্ণনা করবো।
এডসেন্স থেকে আয় বাড়ানোর কার্যকর টিপস হলোঃ
- মানসম্মত ও ইউনিক কনটেন্ট তৈরি করুন
- হাই CPC কীওয়ার্ড ব্যবহার করুন
- SEO করে ট্রাফিক বাড়ান
- বিজ্ঞাপনের স্থান অপটিমাইজ করুন
- মোবাইল ফ্রেন্ডলি সাইট তৈরি করুন
- ট্রাফিক সোর্স বৈধ রাখুন
- নিয়মিত কনটেন্ট পাবলিশও আপডেট করুন
- গুগল এডসেন্স এর নীতিমালা গুলো কঠোরভাবে মেনে চলুন
আপনি যদি এই টিপস গুলো অবলম্বন করে কাজ করে যেতে পারেন তাহলে গুগল এডসেন্স থেকে
আয় অনেক বৃদ্ধি পাবে। আশা করি সম্পূর্ণটি বুঝতে পেরেছে।
লেখকের মন্তব্যঃ গুগল এডসেন্স থেকে আয় করার উপায়
উপরের পুরো পোষ্ট জুড়ে আমি আপনাদের গুগল এডসেন্স থেকে আয় করার উপায়
গুলো সম্পূর্ণ ধারণা দিয়েছি। এখন আপনাকে সাহসের সাথে সঠিক গাইডলাইনে
কঠোর পরিশ্রম করে যেতে হবে।আপনি যদি কঠোর পরিশ্রম করে গুগলের এডসেন্স চালু
করাতে পারেন তাহলে আপনি এই প্লাটফর্ম থেকে অনেক টাকা আয় করতে পারবেন।
আমি আপনাকে সাজেস্ট করব উপরে আমি যেভাবে আপনাদের কনটেন্ট তৈরি করা থেকে শুরু
করে গুগলের যে সকল নীতিমালা গুলো রয়েছে সেগুলো মেনে চলতে বলেছি সেগুলো কঠোরভাবে
মেনে চলবেন তবেই আপনি এখান থেকে আয় শুরু করতে পারবেন। প্রতিদিন নতুন
নতুন কনটেন্ট নিয়মিত পাবলিশ করতে থাকবেন এটি আপনার আয় বাড়ানোর ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোস্টটি আপনাদের কেমন লেগেছে এবং কতটা
উপকৃত হয়েছেন তা কমেন্টে জানাবেন।



আমাদের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url